বাজারে এসেছে আইটেলের এস ১১, এস ১১ প্লাস মডেলের দুটি স্মার্টফোন। এ স্মার্টফোন দুটিতে রয়েছে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো) সংস্করণে চালিত আইটেল এস ১১ স্মার্টফোনে রয়েছে পাঁচ ইঞ্চি পর্দা, আট গিগাবাইট মেমোরি, ২৪০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং এক গিগাবাইট র্যাম।
অন্যদিকে এস ১১ প্লাসে সব বৈশিষ্ট্যই থাকছে এস ১১-এর, শুধু এস ১১ প্লাস স্মার্টফোনের র্যাম ২ গিগাবাইট।